শালিক
পাখি
দুইটি ,
বেধেছে
জুটি ।

গড়েছে
ভালবাসার
বন্ধন ।

থাকবে
তারা
আজীবন
ভর ।

শালিক
পাখির
দুটি ডানা ।

উড়তে
তাদের
নেই মানা।

সুখের
নেশায়
উড়েছে
তারা।

ওই নীল
আকাশে
পানে ।

জগৎসংসারের
নিয়ে
নেই
ভাবনা ।

সন্ধ্যা হলে
নীড়ে
ফেরা ।

আহা
কি
যে
আনন্দের
ধারা।