ওই আকাশে উড়ে চিল
কালো মেঘের ভেলায় ।
সাদা মেঘে মেলেছে ডানা
মেতেছে লুকোচুরি খেলায় ।
দূর গগনে সূর্য কিরণ
দেখতে লাগে চিকচিক ।
একঝাঁক সাদা বলাকা
উড়ছে আন মনে সীমাহীন ।
রাখাল ছুটে আপন নীড়ে
তাকে নাহি থামানো যায় ।
গরু মহিষ ছুটে চলে
লাগাম কি ধরে রাখা যায় ।
এই বুঝি এলো ঝড়বৃষ্টি
এখন করি কি উপায়।
ও-ই দেখা যায় বটবৃক্ষ
একটু আশ্রয় নেয় যায়।
মনের ভিতর লাগে ভয়
পড়লো বুঝি বজ্রবৃষ্টি আপন গায় ।