শিমুল তোমার ফুল ফুটেছে
ঋতুর রাজ বসন্তে ।
হৃদয় নিংড়ানো
ভালোবাসা নিয়ে ।
শালিক বুলবুলি কুটুম পক্ষী
নিচ্ছে তোমার মৌ ।
এত রূপ তোমার
এই দেহে ।
শিমুল তুমি ফুটেছ
এই বসন্তে ।
কতরকম নীলা
তোমার মাঝে ।
ফুলের সুবাসে
ঘুরে চারপাশে মৌ ।
করে কোনজন কুহু কুহু
ছন্দের মিতালী নিয়ে ।
তোমার নব যৌবনে
কতো ফুল পক্ষীর
মিলন মেলা ঘটালে ।
শিমুল তুমি ফুটেছ
এই বাসন্তে ।