সৃষ্টিকর্তা তুমি রহমত করো ,
এটাই আমি চাই ।
করোনাভাইরাস দিচ্ছে তারা,
গরীব সকল অসহায়।
এখন আমরা কোন পথে যাই
তুমি হলে রিজিকদাতা ।
তোমার ভান্ডারে অভাব নাই।
রক্ষা করো মোদের তুমি,
সেইটা আমরা সকলেই চাই ।
সহায় হও তুমি মানব কুলে
পরীক্ষায় ফেলো না আর ।
তোমার দিকে চেয়ে আছি।
আমরা সকল অসহায়।
হে বিধাতা একটু দয়া কর।
রোগবালাই দূর হয়ে যাক
আমরা মনেপ্রাণে চাই।
বিশ্ব পাবে শান্তির পরশ
মানবকুলের পাবে প্রশান্তি ছায়া।