বকুলতলায়
আসলে না
তুমি,
কথা দিয়ে
রাখলে না
সুশ্রী।

কিসের টানে
ভালোবাসলে
আমায়,
ভাবতে গেলে
হৃদয়ের গহীনে
ব্যথা
অনুভব হয় ।

কথা দিয়ে
ছিলে
বকুলতলা,
বলবে
হৃদয়ের সব
জমানো,
ভাবনা
গুলি,
প্রাণটা উজার
করে আমার।  

আশায়, আশায়
বেধেছিলাম বাসা
বুকের  খাঁচায়,
একটু  নিরবে
সুখের আশায়।
বেলা চলে
যায়,
পাইনা দেখা
তোমায়।

বকুল ফুলের
মালা গেঁথে
বসে আছি
সেই তোমার
পথ চেয়ে ।
ইচ্ছা ছিল
চুলের খোপায়
পরিয়ে দিব
তোমায়।

বকুলতলায়
দুজন বসে,
কুলের মাঝে
মাথা রেখে,
বলবে যখন
আমি তোমায়
অনেক, অনেক
ভালোবাসি,
ভালোবাসি, প্রিয়া।
হৃদয়
হয়ে যেত
পরিপূর্ণতা
আমায়।

সহজ
সরল হৃদয়টা
নিয়ে ।
খেলায় মেতোনা
আর সুশ্রী।
হৃদয় হয়ে যায়
ভেঙ্গে চুরমার।
ভালোবাসার হয়ে
যায় বড়
বদনাম ।