বুকের গহীনে হৃদপিন্ডে,
জমানো আছে দুঃখ কষ্ট যন্ত্রণা ।
লুকিয়ে থাকা ঘরবাধা স্বপ্ন গুলি ।
হৃদয়ের আয়নায় অনেক স্মৃতি।
প্রিয়তম তোমার কি
আজও মনে পড়ে ।
সেই পুরনো দিনের কথা।
দুই হাত ধরে চলে যেতে ।
কাশবনের ওই নদীর ধারে।
দূরের ওই বালুচরের সাদা কাচ বালি,
সূর্যের আলোয় করতো চিকচিক ।
আহা দেখতে কি লাগতো দারুন ।
তুমি ছিলে আমার পাশে,
তাই ।
শ্রীপুর চাবাগানের পাশে,
জৈন্তা খাসিয়া পাহাড়ের ।
ওই ঝরনা কল কল
রিমিঝিম শব্দের তালে ,
তুমি যখন বলতে
আমি তোমাকে অনেক ভালোবাসি ।
উদাস হয়ে মনটা আমার
পাগল দেওয়ানা হয়ে যেতাম ।
জাফলংয়ের পিয়াইন নদীতে,
নৌকায় চড়ে যখন ঘুড়ে বেড়াতে ।
স্বচ্ছ পানিতে তোমার
প্রতি ছবি দেখে ,
আমার শূন্য হৃদয় ভরে যেত।
এখন শুধু নিরালায় চুপটি করে
তোমার কথা ভাবি সর্বক্ষণে।
তোমাকে ছাড়া,
আর কিছু মনে খুঁজে নাহি পায়ই ।
তুমি আমার জীবন স্পন্দন ছিলে।
যতই বলুক লোকে পাগল আমায়
তাতে কি আসে যায় ।
প্রিয়তমা তুমি কখনো ।
ভুলে যেওনা আমায় ।