হে নবীজি তুমিতো হাবিবি।
আমি তোমার উম্মতি।
তুমিতো দয়ার সাগর।
করি মহান আল্লাহ তায়ালার প্রসংশা।
তুমি তো মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি।
তোমার উম্মত হইয়া করি আল্লাহর গুনো গান।
কাঁদলে তুমি উম্মতের লাগিয়া ।
পাথর মারলো তায়েব বাসিরা ।
তুমি দোয়া করলে উম্মতের লাগি।
হে রাসুল তুমি তো আলামিন।
অন্ধকারে আলোর পথ দেখালে।
হে নবীজি তুমি তো আলামিন।