এই ভবে পাঠালে তুমি আমায়,
তুমি   যে আমার রব ।
তোমার ইশারায়  চলছে এই জগত,
তুমি  আ`লীমু , তুমি  ইয়া হাফিজু ।

তুমি ইয়া রাহমানু  ইয়া জাব্বারু ।
তুমি যে করুণাময়, তুমি যে মহিমাময়।
নাইতো বুঝার ক্ষমতা আমার।
কি করে বুঝবো আমি।


সূর্য উঠে পূর্ব  দিগন্তে অস্ত যায় পশ্চিমে।
সে  তোমার ইশারায়।
মেঘ থেকে কি ভাবে  বৃষ্টি নামে
সে তোমার ইচ্ছায়।

দুই জাহানের বাদশা তুমি।
আসমান জমিনের মালিক তুমি।
সাগরে  কি ভাবে জোয়ার, ভাটা হয়।
সে তোমার ইশারা।

রাত রাতের পরে  দিন হয়
ফুলফুটে বৃক্ষে শস্য ফলে এই ভূমিতে।
সে তোমারি দয়ায়।
তুমি তো ইয়া হামীদু, ইয়া বায়িছু।

হাজার হাজার মাখলুকাতের অণ্য যোগাও।
আধার রাতের আলো দিলে।
সেতো তোমারি  কি মহিমায়।
তুমি রহমান তুমি সোবাহান ।