কৃষক ধরেছে গান
কাটবে সোনার ধান ।
নবান্ন উৎসবে মেতে ,
আনন্দ আর ফুর্তিতে ।
নারিকেল আর গুড় মাখানো
নতুন ধানের ভাপা পিঠা ।
আহ, খেতে কি যে মজা ।
শিশির ভেজা ভোরে,
সোনালী ধানের শীষে ।
রুপালি মুক্তা কণা ঝরে।
মিষ্টি রোদে ধানের ঘ্রাণ।
কৃষক কৃষাণী মনে,
বাধা না মানা উল্লাস ।