মা তুমি আছো হৃদয় ।
মা তুমি আছো মনের ছোট ঘরে ।
মা তুমি আছো রক্ত কণিকায় ।
মা তুমি আছো নিঃশ্বাসে ।
মা তুমি আছো বিশ্বাসে ।
মা তুমি আছো মুখের হাসিতে ।
মা তুমি আছো সমস্ত ধমনীতে ।
মা তুমি আছো চলার পথে ।
মা তুমি আছো শিরা-উপশিরায় ।
মা তুমি আছো ছাঁয়া হয়ে ।
মা তুমি আছো চোখের আয়নায় ।
মা তুমি হলে সুখের ছবি ।
মা তুমি আমার দুঃখের সাথী ।
মা তুমি হলে বেহেস্তের পথ ।
মা তুমি হলে শ্রেষ্ঠ সম্পদ ।
মা তোমাকে কি কখনো ভুলা যায় ।