মোস্তফা মোস্তফা ,
তুমি প্রাণের মোস্তফা ।
মোস্তফা মোস্তফা
তুমি হৃদয়ের মোস্তফা ।
মোস্তফা মোস্তফা
তুমি নব জীবনের আলো ।
মোস্তফা মোস্তফা
তুমি জাহান্নামের পথ চিনালে।
মোস্তফা মোস্তফা
তুমি জান্নাতের পথ দেখালে ।
মোস্তফা মোস্তফা
তুমি আমার কলিজার টুকরা।
মোস্তফা মোস্তফা
তুমি ছিলে বিশ্বাসি
রহমতুল্লা আলামীন।
মোস্তফা মোস্তফা
তুমি সৃষ্টির শ্রেষ্ঠ
মোস্তফা মোস্তফা
তোমার তুলনা শুধু তুমি।