নারী তুমি আমার মা ।  
তোমার গর্বে জন্মেছি আমি ।
নারী তুমি আমার চাঁচি ।
তোমার স্নেহের বড় হয়েছি।
নারী তুমি আমার দাদী।
তোমার  কোলে চাঁদ মামার গান শুনেছি ।
মা আমি পুরুষ হয়ে জন্মেছি বলে ,
আজ আমি লজ্জিত ।
রক্ষা করতে পারলাম না
আমার বোনের ইজ্জত মান মর্যাদা ।  
তাহার আত্মচিৎকারে আকাশ বাতাস কাঁদে ।
কাঁদে পশু পক্ষী ।
কাঁদে ঐ নীল আকাশের , তারা নক্ষত্র ।
মা আমি এ-ই মুখ কি ভাবে দেখায় তোমায় ।
এই অনাচার অত্যাচার থামবে কবে
তুমি বলতে পারো  ? ।
নরপিচাশ মানুষখেকো ভন্ডদের হাত
থামবে কবে বলতে পারো ?।
কখন পড়বে কালো হাতে শিকল ।
দেশ মা তোমার  জন্য যুদ্ধ করে ,
এই কি পেলাম প্রতিদান।
তোমার  সোনার ছেলেরা ,
একি করলো কৃতি ।
কথা ছিল স্বাধীন ভাবে চলবো মোরা
একসাথে থাকবো মিলেমিশে ।
গড়বো মোরা সোনার দেশ ।
সেই আশা ভরসা  নরপিশাচদের হাতে,
আজকে  জিম্মি হয়ে যাচ্ছে দেশ ?।
জাগো মা জাগো আবার তুমি জাগো।