ওখানে কি করছিস
ও না কিছুনা
আমি দেখলাম
কি জানি করছিলি
ও না না তেমন কিছু না
তুমি শুধু শুধু ভেবো না তো
এই যে আমাদের খুকুমণি
দুষ্টুমি করছিল
সে কি যে বায়না ধরে
হাটে যাবে সে নাকি বাজার করবে
আচ্ছা বলুনতো দেখি কি বায়না তার
ওরে বাবা আমি ভাবলাম
কি না কি হয়েছে তোমার
আরে ছোট্ট সোনামনিরা
বায়না ধরবে না
কি বলছো তুমি
সে কি করে হয়
সে তো ধরবে
ছলচাতুরি দিয়ে বুঝা যায় তাকে
ছোট্ট মানা বাজারে যাওয়া মানা হাটবাজারে অনেক ঝামেলা
তুমি যখন বড় হবে তখন হাটে যাবে
ইচ্ছামত বাজার করবে
লক্ষী সোনা চাঁদের কণা
তুমি কিন্তু রাগ করোনা
বাজার থেকে এনে দিবো
মজার মজার খাবার
আর কত রকম খেলনা ।