মা তোমাকে হারিয়ে ফেলেছি হলো মাত্র কয়েকদিন।
এক সেকেন্ডে কি যে হল ভাবনাগুলোই বিলীন।
এইতো সেদিন গাড়িতে আমার পাশে
কত রকম কথা বলছিলে।
মনের অফুরন্ত আনন্দ নিয়ে ।
মা তুমি বলছিলে তোকে একটা লাল টুকটুকে বউ এনে দিবো ।
সে কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে গিয়েছিলো ।
কিন্তু মা ,
তুমি আদর করে, গাল দুটি টেনে দিয়ে বলেছিলে,
খোকা তুই লজ্জায় লাল হয়ে গেলি ।
আমি বললাম,
না মা ও কিছুনা ।
মা আজ তোমাকে বেশী মনে পড়ে ।
তুমি কোথায় চলে গেলে, আমাকে একা রেখে ।
মা তুমি আদর করে, খাওয়াইয়ে দিতে ।
মাছের কাঁটা গুলো বেছে দিতে।
বায়না ধরতাম
না মা আর খাবো না ।
তুমি নানান ছলে খাওয়াতে স্নেহ মমতায় দিয়ে।
আমার অনেক কষ্ট হয় মা ।
আর যখন ঘুমাতে যাই মাগো,
দুই চোখ কিছুতে বন্ধ করতে পারিনা ।
তুমি ঘুম পড়ানো গান গেয়ে,
মাথায় হাত বুলিয়ে দিতে ।
কখন যে ঘুমের রাজে চলে যেতাম কিছু বুঝার আগে ।
যখন বাড়ির আঙ্গিনায় আসি
তুমি নেই , কোথাও নেই মা ।
তখন বুক ফেটে চৌচির হয়ে যায়
মাগো ওগো মা ।
তোমার জন্য বুকফাটা কান্না গুলো বুকের ভিতর চেপে রাখতে পারি না ।
দুই চোখের জল কখন যে ভেসে যায় ।
মা কেন এত কষ্ট হয় আমার !
এই জীবনটা দুঃখের সাগর ভাসিয়ে দিয়ে কেন চলে গেলে তুমি ।
শূন্য হৃদয় টাকে কি করে বুঝাই বলো ?
কোন কথা , সেতো শুনতে চাইনা ।
শুধু সারাক্ষণ তোমার ভাবনায় থাকে
মাগো ওগো মা ।
তুমি কুলের ভিতরে,
আচঁলের নিচে কিভাবে লুকিয়ে রাখতে ।
কই আর কেউ তো আমাকে লুকাই না ।
এমন করে আর কতদিন চলবে ।
ভাঙ্গা হৃদয় কিভাবে জোড়া লাগবে ।
ওই নীল আকাশে রাঁতের আধারে লক্ষ কোটি তারার মাঝে তোমাকে খুজে পাই না কোথাও মা ।
তুমি যদি ঐ আকাশে থেকে থাকো দেখা দিও আমায় চুপিসারে ।
আমি বড় শান্ত হবো, শান্ত অনেক শান্ত, তোমায় দেখে।
মাগো ওগো মা, মা আমার মা ।