আজ তারা উন্মাদ মাতাল চোখ তাদের অন্ধ !
যখন দুই নয়নে মেলে দেখত পারবে ।
তখন দেখিবে শুধু, সরিষা ফুল, আর তাদের কপাল মন্দ ।
কুল নাই , কিনার নাই,
স্বপ্নের সাগরে ডুবে মরবে সেই জন ।
সে ভাবছে তারা আপন জন ,
আসলে ওদের অন্য মন ।
ভাবিতে ভাবিতে তাদের দুুই কুল হবে শেষ ।
আফসোস করে একদিন জীবন টা-ই হবে শেষ ।
চাঁদের যে-মন আমাবস্যা থাকে,
সে আবার আলো নিয়ে ফিরে আসে ।
মন্দ দিন গুলো ধুলো বালির মতো
এক দিন উড়ে যাবে চলে ।