কে বলে ভাই মানুষ মরে।
মানুষ হয় এই পার ঐ পার ।
মানুষের হবে বিচার।
সেই হলো আখিরাত।
যে করিবে পূণ্য সেই হবে ধন্য।
পূণ্য লোকের চিন্তা নাই,
কিয়ামতের ভয় নাই।
স্মরন করি আল্লাহ কে,
ভয় করি পাপ কে।
সত্য কথা বলবো আমরা।
হালাল হারাম চিন বো মোরা।
পড়বো মোরা নামাজ,
রাখিবো রোজা ।
দিব যাকাত পড়ি কালেমা।
জান্নাত হলো ঈমান দারের
জাহানাম হলো বেঈমানের।
সময় থাকতে ঈমান আনো।
নূর নবীজীর কালেমা পড়।
সময় থাকতে নামাজ পড়।
ভয় কর পাপ কে।
মিথ্যা হল পাপের পথ।
পাপ হলো জাহানামের পথ।