ভাষা  আমার  ভাষা  
আমার মায়ের  ভাষা ।
মুখের ভাষা মনের ভাষা
আ মরি বাংলা ভাষা । 
যে ভাষায় কথা বলি 
সেই  আমার প্রাণের  ভাষা ।


অ   আ   ই   ঈ
ক  খ  গ  ঘ  ঙ, 
এ-ই তো পড়া শুরু
া ে ু ি ী ৌ
এই  তো  লেখা   শুরু । 
ফাল্গুন মাসের আট তারিখ,
সালাম  বরকত রফিক জব্বার
নাম  না  জানা, 
 কত দামাল ছেলেরা
দিয়ে গেলো   প্রাণ ।
তাঁরা  রাখলেন  বাংলা  ভাষার  মান ।


একুশে ফেব্রুয়ারীতে
কতো  মানুষ  শহীদ হলো । 
বাংলা ভাষার লাগি ।
যে ভাষাতে   জীবন-মরণ
কথা বলে চলি।

আমরা হলাম বাঙালি জাতি
মাথা নত কভু নাহি করি । 
রক্তে রাঙানো যে ভাষা, 
যে ভাষায়
কবিতা ছড়া  গ্যদ আর গান লিখি । 
লিখি স্বদেশ প্রেমের কথা । 
একুশে ফেব্রুয়ারি মানে
ভাই হারানোর বেদনা । 
আমি কি কখনো ভুলতে পারি ।