কবিতা যদি লিখিতাম,
ভরের যেতো খাতার পাতা ।
পেতাম না যদি ছন্দ।
পাড়ার লোকে বলতো মন্দ ।
যদি হতো বানান ভুল।
তা নিয়ে পাড়া-প্রতিবেশী
কিছু সময় করতো হট্টগোল ।
তাইতো লিখি না পদ্য।
লিখি আমি গদ্যের আলপনা।
কথার মারপ্যাঁচে হয়
গদ্যের লেখা কাব্যগাথা ।
ভাবনাতে কিছু রাখব।
কিছু লিখব অনেক শিখব ।
কিছু জানবো কিছু লিখব।
কিছু ছবি আঁকবো মনে ।
যে বুঝার বুঝবে সে।
হৃদয়ের কথা তুলবে মনে।
স্বপ্ন আঁক রঙ্গীন পাখা
আপন আলো জ্বলবে লেখা।