জানু আমার রাগ করেছে
চাঁদের দেশে যাবে ।
আমার কি আর সাধ্য আছে
সেথায় যাবো কিসে ।
মুখ মন্ডল আড়াল করেছে
কালো মেঘের ছানি ।
কখন যেন ঝড়- বৃষ্টি হবে
বাধাঁ দিব কিসে ।
মনটাকে নরম করে
করলাম না - নান ছলা কলা।
তাউ বোঝেনা জানু আমার.
চাঁদের দেশেই তার ঠিকানা ।
চাঁদে একটা বুড়ি থাকে
সুতা কাটে বসে ।
তার কাছে কি নালিশ জানাবে
আমাদের কে ছেড়ে ।
পাহাড় পর্বত আছে অনেক,
ভেঙ্গে পড়বে বুকে।
বসে বসে কাঁদবে তুমি
কেহু পাবে না পাশে ।