এই জীবনের. ছোট্ট মনে
রেখেছি তোমায় যত্ন করে।
কি নামে ডাকবো তোমায় ,
ভেবে আমি নাহি পাই
ইয়া আল্লাহ. ইয়া আল্লাহ ।
একটু শান্তির আশায় তোমায় খুঁজি
কোথাও তোমায় নাহি পায়-ই ।
কোথায় গেল পাবো তোমায় ।
ভাবি শুধু একা নিরালায় ।
নূর মোহাম্মদ সাঃ নূর মোহাম্মদ সাঃ।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
এই জীবনের ছোট্ট মনে,
রেখেছি তোমায় যত্ন করে।
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ।