ধন্য তুমি ধন্য এই ভূবণ ।
ধন্য এই মানব জাতি ।
ধন্য নিড়হারা মোরা ।
ধন্য  হোক তোমার এই পথ চলা ।
যে মনে তুমি  দীপশিখা জালালে  ।
সে আলো পড়লো  গিয়ে
রক্তের বাঁধন হারার  মাঝে ।
কত দুঃখ বুকের পাজুরের জমানো  ব্যাথা মুছে দিলে ।
কত স্বপ্ন ভাঙ্গা মিলন গঠালে
আশা নিরাশার দোলার মাঝে ।
লও তুমি  সৃষ্টি কর্তা নাম।
ভুলনা ফেরার  পথে তাকে ।
তিনি যদি চাই
কে তোমাকে আটকাবে ।
ধন্য হোক  তোমার ইচ্ছে
এ গিয়ে চলো সমুখে ।
মানবকে যে করিবে সেবা
সৃষ্টিকর্তায় তাকে করিবেন দয়া।
কিবরিয়া ভাই আপনি হন দীর্ঘজীবী ।
সে দোয়া আমি করি
আল্লাহ তুমি রহমান
  তুমি তাকে দিও সঠিক সম্মান।