মোহাম্মদ নাম
কতই মধুর লাগে ।
যতই ডাকি ততই
মধুর লাগে।
ওই নামে ডাকে পাখি
ডাকে ওই ত্রিভুবন।
ডাকে সূর্য গ্রহ তারা ।
ডাকে জিন ফেরেশতারা।
মোহাম্মদ নাম
কত মধুর লাগে।
মোহাম্মদ আমার ভালোবাসা ।
মোহাম্মদ আমার বাঁচার আশা ।
মোহাম্মদ নামে স্বপ্ন দেখায়।
মোহাম্মদ আমার হৃদয় জুড়ে।
গর্বিত মুহাম্মদের উম্মত হয়ে।