রিমঝিম বৃষ্টি নামে
কানে বাজে সুর ।
হেলে দুলে খুকি  নাচে
দেখতে লাগে  মধুর।

মেঘ থাকে  নীল আকাশে
বৃষ্টি নামতে নেই মানা ।
ছোট ছেলেমেয়েরা বৃষ্টিতে নামবে
ধরেছে কত রকমের  বায়না ।

মেঘে মেঘে লাগে  ধাক্কা
আকাশে দেয়  হঠাৎ গর্জন।
তাতেও তারা ভয় পায় না
বৃষ্টিতে নামবে কখন।

বৈশাখ মাসে বৃষ্টি নামে
ব্যাঙে ডাকে ঘ্যানর ঘ্যান।
পুকুর ডুবা ঝিলের মাঝে
ব্যাঙ করে ঘ্যানর ঘ্যান ।

প্রথম বৃষ্টির প্রেমে পড়ে
আনন্দের সীমা নেই শেষ ।
খেলার ছলে সোনামনিরা
ছুড়ে মারে  ডেল,
ব্যাঙ হল হতম্ভ  
বেঁচে থাকায় মুশকিল ।