দাদা তুমি এত নরম শুরুে
কি করে কথা বলো ।
মুখের ভাষা শুনে
কার না লাগে ভালো ।
আদু আদু করে তুমি
ঠোঁটের কোনের হাসিতে ,
মনের মাধুরী বিলিয়ে দাও
সবার হৃদয় মধ্যখানে ।
শরৎকালে কাশ ফুলের ছোঁয়া
যেমন লাগে গায় ।
যাদুঘরের ভেলকির মতো ,
মনের গভীরে কথা গুলো
যেন পাই ঠাঁই ।
তোমার মুখের মধুর বুলি
বাতাসে বহে ।