জাগো মুসলিম জাগো,
ঘুমাইওনা আর  ।
চারদিকে শুধু মুসলিমদের
আত্মচিৎকার,
দেশে-দেশে নির্যাতিত নিপীড়িত ।
আমার মুসলিম ভাই - বোনরা ।
সঙ্ঘবদ্ধ ভাবে করো মোকাবেলা ।
গর্জে উঠো , কর  প্রতিবাদ ।

জাগো মুসলিম জাগো
ঘুমাইওনা আর।
আমদের হৃদয়ের স্পন্দনে
করেছ আঘাত।
কলিজায় করেছে
ক্ষতবিক্ষত ।
যিনি ছিলেন বিশ্বাসী ,
রাহমাতুল্লাহ আলামীন ।

তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব।
তাকে নিয়ে করেছে ব্যঙ্গ' বিদ্রুপ !
ধৈর্যের সীমা কি  ধরে রাখা যায় ?

জাগো মুসলিম জাগো
ঘুমাইওনা আর।
মুসলিমের শত্রুরা চারদিকে
করছে  উল্লাস  ।
আমার নবী আমার প্রাণ ,
আমার নবী আমার ঈমান।
রাসুল আমার প্রেম ।
রাসুল আমার ভালোবাসা।
নবীর প্রেমে যদি ঝাপিয়ে,
না  পড় ,
তা '
না হলে
তুমি নয়
পূর্ণ ঈমানদার ।