তুমি উড়ে ছিলে ডান মেলে,
ওই নীল আকাশ পানে ।
আমরা কয়জন দেখেছিলাম
মনের আনন্দে ।
বিকেলবেলা ঘুরতে যেতাম
কাজী সাহেব, সেলিম শরীফ,
আরো কয়েকজন মিলে ।
কি যে আনন্দ পেতাম মনে
আমরা সকলে।
মজার মজার কথা বলতে
ভালো লাগতো সকলের ।
পাহাড় নদী বন-বাদাড়
নেই ছিল কোন আমাদের বাধা।
সন্ধ্যা হলে ফিরতাম সবায়
নির্মল বাতাসের পরশ নিয়ে।
আজ দুঃখ ভরা মন আমার
কাদে শুধু সারাখন।
আমার বন্ধু, মোঃ আবুল হোসেন , করুন আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ।
গত ২৭ - ৫- ২০২০ তারিখে ।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
তার উদ্দেশ্যে লেখা ।
আমিন