স্বাধীনতা আমার
রক্তমাখা লাল সূর্য।
স্বাধীনতা আমার
ছোট্ট ছেলের ঠোঁটের এক কোণের হাঁসি।
স্বাধীনতা আমার
লাল গোলাপের একটি কলি ।
স্বাধীনতা আমার
বঙ্গবন্ধুর সেই বজ্রধ্বনি ।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
স্বাধীনতা আমার
২৫শে মার্চের কালো রাতের
নাম না জানা শহীদের আর্তনাদ।
স্বাধীনতা আমার
হানাদারের গুলিতে ছাত্র-শিক্ষক
সাধারণ মানুষের রক্তের নির্মম ঘ্রাণ।
স্বাধীনতা আমার
এক মায়ের ছেলেহারা বুকফাটা কান্না।
স্বাধীনতা আমার
এ দেশকে হানাদার থেকে মুক্ত করার সংকল্প । স্বাধীনতা আমার
ফাল্গুন মাসের ফুলের সুবাস।
স্বাধীনতার আমার
নীল আকাশের কালো মেঘের নীলিমায়,
উড়ন্ত একজাক বলাকা ।
স্বাধীনতা আমার
পরাধীনতা থেকে ফিরে আসার অধিকার ।
স্বাধীনতা আমার
এক নিষ্ঠুর কারাগার থেকে ফিরে আসার অধিকার ।
স্বাধীনতা আমার
স্বাধীনভাবে কিছু লেখার অধিকার।
স্বাধীনতা আমার
রক্তচোখের বিরুদ্ধে হুংকার ।
স্বাধীনতা আমার
প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার অধিকার।
স্বাধীনতা আমার
স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার ।