আর ভালোবাসি না, কারণ
এখন তাকে আর ভালো লাগেনা।
একসময় তার জন্য দিনের পর দিন অপেক্ষা করতাম বসে থাকতাম,
চাঁদ মুখ খানা কখন দেখতে পাবো।
দুই নয়নে শান্তির পরশ লাগবে বলে ।
এখন তা আমি করিনা।
এক সময় তাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখতাম।
দেখতাম দুজন দুজনার হাত ধরে
চলে যেতাম অনেক অনেক দূরে।
গাঙ চিলের মতো, নদী সাগর পাহাড় পাড়ি দিতেম,
সিমা হীন দূরে অনেক দূরে ।
সেই সময় সে আমার হৃদয়ের সব জায়গাতে ছিলো বহমান।
আর এখন কোন স্থানে জায়গা নেই তার ।
সেটা ছিল অস্থিরতার অতীত অন্ধকারে ভরপুর জীবন।
আর আমি এখন স্বাধীন মুক্ত পাখি আকাশে ডানা মেলে উড়ি ।
উড়তে নেই কোন সীমানা,নেই কোন বাধা
যেথায় খুশি সেথায় যাও ,
পিছু ফিরে তাকানোর
নেই সময় আমার
আজ আমি মুক্ত মুক্ত ।