স্মৃতি পাতায়, হৃদয়ে আমায়
বাবা, পড়লো মনে তুমায় ।
তুমি ছিলে যখন. এই ভবে,
মনে হইতো, সবি আছে, এই ভুবণে ।
আজ, যে দিকে তাকায় হৃদয়ে শুধু হাহাকার ।
তোমাকে খুঁজি, ঘরের আঙ্গিনায় বাড়ির পাশে।
বাবা কোথায় পাইনা দেখা তোমায়,
তখন বড়, কষ্ট হয় মনের গভীরে ।
অবুঝ মনে ,চাই তাম যাহা ।
চোখ খুলিলে পাইতাম তাহা।
চাওয়া. পাওয়া এই দুনিয়া,
দেওয়া নেওয়ার নাইতো ছিলো শেষ ।
যতই দিতে ততই চাইতাাম,
বায়নার ছিলোনা শেষ ।
তুমি বাজার থেকে মন্ডামিঠাই এনে দিতে,
খেতাম লুকিয়ে চুপ্টি করে ঘরে কুনে।
বাবা তুমি আছো স্বর্গে বসে
ভালো থাকো, অন্তত কাল ।
ত্রিভুবনে ভুবণে শূন্য মনে,
থাকবো আমি হয়তো আর কিছু কাল ।