স্বপ্ন দেখি তোমার মাঝে,
স্বপ্নে মাঝে থাকি
স্বপ্ন নিয়ে বাচঁবো আমি,
তোমার হৃদয়ের গহীনে আমি ।
স্বপ্ন দেখি রাতের আঁধারে,
গ্রহ আর নক্ষত্র ফাঁকে ।
স্বপ্নের মাঝে জমানো থাকা,
স্বপ্ন জাগে - স্বপ্নের আঁধারে ।
স্বপ্নের মাঝে সুর গাথি,
স্বপ্নেয় গান গেয়ে যায়ই ।
স্বপ্নের মাঝে তাই তো,
আমি প্রাণ খুঁজে পাই ।
কত পদ্ম আর গদ্য লিখি
কল্পনার আলপনা দিয়ে ।
দুই নয়নে স্বপ্ন না দেখিলে
ভালোবাসবো কি লিখে ।