হেমন্তের আগমনে
শিশির ভেজা ধানের শীষে
ফোঁটায় ফোঁটায় জল ।
হিমেল হাওয়ার স্পর্শে
মন হয়ে যায় শীতল ।
মাকড়সা বুনেছে বাসা,
পরেছে বিন্দু বিন্দু শিশির কণা ,
এ জেন অপূর্ব শিল্পের মেলা ।
শিশির পড়ে দূর্বাঘাসের গায়
কৃষাক -৷ কৃষাণীর পায়
লাগে শিশিরের গায়।
রোজ ভোরে চারদিকে
পরে শিশিরের চাদর ।
দুই নয়নে ভেসে ওঠে
সে যেন এক স্বপ্নের জগত ।
পূর্ব দিগন্তে সূর্য উঠে
মিটিমিটি হেসে ।
সূর্যের কিরণ পড়ে
শিশিরের গায় ।
শিশিরের কণা তুমায় আর
নাহি খুঁজে পাওয়া যায় ।