বড় ভাই, সে তো কিচ্ছু বুঝে-না
একবারে নিবোর্ধ।
পারে না কাউকে কষ্ট দিতে।
তোমার হৃদয় এত শক্ত কেন।
হ্যঁ তোমাকে বলছি বড় ভাই?
তুমি কুলুর বলদের মতো সারাদিন খাটো,
চাও না কখনো খোরাক ।
তুমি কিছুতেই ভেঙে পড়োনা।
কেন ?
তুমি কোন মৃত্তিকা দ্বারা তৈরী ?
সহজে কিছুতে নুইয়ে পড়না।
কেন জানি মনে হয় তুমি অনেকটা বেশী কিপটে ?
নিজের জন্য কিছুতো রাখোনা ।
জগত সংসারে চলবে কিকরে শূন্য হাতে ।
আরে ছোট আমিতো অনেক পেয়েছি ।
আমার কর্মে মাঝে তা লুকিয়েআছে ।
আনন্দ- দুঃখের মাঝে যে সুখ থাকে তা কি জানিস।
যে দিন তুই বুঝবি আমায়,হয়তো থাকবোনা এই ভুবনে।
যদি দেখা হয় পরপারে ,
সেই দিন না হয় কিছু ভালোবাসা বিলিয়ে দিস।