বুড়ো খোকা কুলে উঠেছে
চাঁদ দেখেছে তাকে ।
শিউলি গাছে  ফুল ফুটেছে
আজকে মধুর  পূণিমার রাতে ।
চার পাশে ঘ্রাণ ছড়িয়ে
আনন্দতে  সে দোলে ।
তাই না দেখে
আমাদের  ময়না পাখি,
সুর  তুলেছে নতুন  গানে ।
খোকা  কে সে ঘুম পাড়াবে
সেই   গানের তালে তালে  ।
খোকার মুখে হাসি নেই যে আজ
ঘুম পাড়াবে কিসে ।

সোনার মালা হীরা গয়না
পড়ে দিবে গলে ।
তাইও বুঝনা খোকা আমার
মুখ ভারি করেছে  ।