১৭ই মার্চ  জন্ম নিলেন,
টুঙ্গিপাড়ায় এক মানব সন্তান ।
আদর করে ডাকলো সবাই খোকা বলে ।
দিনে যায় বছর  যায়  খোকা একসময় বড় হল।
অনেকে বড়।  

১৯৭১সালে ৭ই মার্চ ঢাকায়, জনমানুষের মহাসমুদ্র।
বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে বাঙালি জাতিকে শোনালেন অমর কবিতা ।  

সুকৌশলে  দিলেন, স্বাধীনতার ডাক ।
তিনি  করলেন ঘোষণা,
'যাহার যাহা  আছে,তা নিয়েই প্রস্তুত থাকবা ।
আমি যদি হুকুম দিতে নাও পারি। '

২৫শে মার্চের কালো রাতে বঙ্গবন্ধুকে
ধরে নিয় গেলো হানাদারেরা ! ।
করলো কত নির্মম নির্যাতন আর অত্যাচার,
তবু তিনি না করলেন নত স্বীকার।
বাংলার যার ভাষা, বাংলায়  তার প্রাণ
সেই  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

১৫ই আগস্ট এক দল বিপথগামী,  শকুনের দল
কেড়ে  নিল  তার  প্রাণ !  ।
হায়েনারা বুঝলো না কী ক্ষতি করলো!
যার  জন্য পেলাম সবুজ শ্যামল সোনার বাংলা ।
পেলাম স্বাধীনভাবে কথা বলার অধিকার ।
পেলাম হিংস্র বাঘের থাবা থেকে ফিরে আসার অধিকার।

মুজিব তুমি থাকবে পদ্মা- মেঘনা সুরমার অববাহিকায়।
তুমি থাকবে কৃষক-কৃষাণীর মুখে- মুখে।
নায়ের মাঝির মুখে, পল্লীগীতি,ভাটিয়ালি ভাওইয়া সুরে।  

তুমি গেঁথে ছিলে স্বপ্নের  মালা,
হায়েনারা ধরে, টেনে ছিড়লো তা।
আজো পু্ঁথিগুলো খুঁজি সোনার বাংলায়,
মুজিব তুমি রবে চির অম্লান।