নিশির শেষে
মোয়াজ্জেমের আজানের ধ্বনিতে
ঘুম ভাঙলো আমায় ।
ডাকোব মহান আল্লাহ কে।
ইয়া আল্লাহু ইয়া রহমানু
শান্তির পরশ পাবো মনে ।
তাহাজ্জুদ পড়বো আপন মনে ।
ফজর পড়ব মসজিদে
পাড়া প্রতিবেশী সকলে মিলেমিশে ।
দোয়া করি দুই জাহানের মাখলুকাত কে ।
নিজের জন্য ক্ষমা চাই
মহান সৃষ্টিকর্তার কাছে ।
কোরান পড়বো দুরুদ পড়বো
সারা দিন যেন যাই দ্বীনের পথে।
মৃত্যুকালে মুখে উচ্চারিত হয়
যেন কালেমা মুখে ।