যতই তুমি শিকলে বাঁধ আমায়,
পাবেনা তুমি মন আমার।
যে পাবে মন আমার ,
সেই বুঝ আমায় ।
ভালোবাসার নাই ঠিকানা
বোঝেনা সে কোন বাঁধা ।
যে যা বলুক আমায় ।
ভালোবাসা না ভুলা যায়।
যে যাকে ভালোবাসে ।
সে তাহা কে ভলো বুঝে।
প্রেমের টানে ঘর ছাড়িয়া।
যাব আমি দেশান্তরী হইয়া।
প্রেম না করিলে বুঝবে সে কিসে ।
সুখ-দুঃখ আছে কত লুকিয়ে ।
শাহজাহান গড়লেন তাজ মহল ।
প্রেমের টানে মরল লাইলি মজনু ।
চন্ডী দাসে বাইলো বড়শী ।
করলো তারা প্রেমের ইতিহাস ।