মাগো তুমি আর
পিছু থেকে ডেকো না।
তোমার ডাক মাগো
আর সহেনা প্রাণ।
লুটেরাদের নিষ্ঠুরতা
নির্মমতা নিষ্পেষিত
এই দেশের জনতা।
মা তুমি কি করে সহিবে
রুপালি মেহেরিনের আত্মচিৎকার ।
ওই নীলিমার মাঝে ,
প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়।
আজো , এখনো ।
মাগো তোমার ও-ই শরীরে
লাল রক্ত ঝরছে অনবরত ।
কেমন করে ধৈর্য ধরো
থাকো তুমি মা ।
সন্তানের মুখে দিকে চেয়ে
দাঁতে দাঁত কামোড় দিয়ে।
অপেক্ষায় আছো
মাগো তুমি ।
তোমার সোহাগ ভরা কোল ।
কোথায় পাবো নাকো ,
অন্য কোন দেশে
শহরে বা কোন গ্রামে ।
সবুজ সুজলা সুফলা আমার এই গ্রাম।
ধন্যে ধান্যে পুষ্পে ভরা
আমার এই সোনার দেশ।
সোনালী ধান ক্ষেত
মাগো তোমার মাটি সোনা।
তাই তো চেয়ে আছি
তোমার প্রাণে মাগো।
মাগো তোমার ওই
লাল সবুজের পতাকা
উড়ছে নীল আকাশে পানে
শান্তির পথ চেয়ে।
মাগো আমি কবে পাবো ,
সেই স্বাধীনতার প্রকৃত সুখ
তুমি কি তা জানো ?