ভুল ভেবে ভালোবাসলাম !
ভুল করে বন্ধু হলাম ।
ভুল ভেবে কথা দিলাম ।
ভুল করে ছলনায় পড়লাম !
ভুল ভেবে স্বপ্ন দেখালাম।
ভুল করে একটু সোহাগ দিলাম ।
ভুল ভেবে ঘর বাঁধলাম ।
ভুল করে লাঞ্ছনার শিকার হলাম !
ভুল বুঝে আমাকে কাঁদালে !
ভুলে ভরা জীবন আমার !
ভুল করে মাশুল দিলাম !.
সকল ভুলের কান্ডারী আমি !
ভুল করে ছন্দ পতন হলো "!
ভুলে ভুলে জীবনটা শেষ !
ভুলের কোন সীমানা রেখা নাই।
ভুল থেকে কোন ,
শিক্ষা নিতে পারলাম না ?
সকল ভুল নিজের কর্মফল ।