মতদান

             ✍️✍️ খালিদ সাইফুল্লাহ

ধর্মে -ধর্মে বংশে -বংশে দ্বন্দ্বের সময় এলো,
নিজ সমাজে জ্বালিয়ে আগুন ভোট দিতে চলো।
তোমার ভোটে নেতার বাড়ি হলো আরো উঁচো,
নিজ অস্তিত্ব হারিয়ে ও ভাই নেতার পাঁদ্বয় চাঁটো।
অধিকারগুলো বিক্রি করো দু-চার পয়সার লাগি,
দেশ ধ্বংসে যে হচ্ছো তুমি সমান সমান ভাগি ।
এমনি করে কতদিন আর ঘুরবে উল্টো চাকা?
ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হচ্ছে ওরে ও বোকা!
একটা শপথ দৃঢ় করো মত দান করার আগে,
সমর্থনটা তাকে দেবো সদা থাকবে যে পাশে।
দুঃখে কষ্টে সমান সহযোগিতা করবে সবার তরে,
জনসেবায় মগ্ন থেকে আপন জীবন বিলিয়ে দেবে।
বেকারত্ব ধ্বংস করে সে কর্মের সুযোগ দেবে ,
দেশটাকে মোর সবার চেয়ে উন্নত-মহান বানাবে।