প্রভাতের আলো রক্তিম আভা ছড়ায় বাগানে বেলীফুলের ঝাঁকে;
দ্বিপ্রহরে গনগনে রোদে আলোকজ্জ্বল রাজপথে চকচকে গাড়ীর সারি;
সায়াহ্নে ঝাউবনে গোধূলির স্বর্গীয় আলোকচ্ছটা।
এত আলো! তবু, অহর্নিশ নিকষ কালো রাতের আঁধার ছুঁয়ে থাকে এখানে -
এ কেমন এক অন্ধকার, বলতো?
পাখিদের কলতানে মুখর সবুজ বনানী;
হাজার মানুষের আনাগোনায় ব্যতিব্যস্ত শহর, বন্দর, গ্রাম;
চলতেই থাকে বন্ধুদের আড্ডা, গুণীজনের কথন, আর কর্মব্যস্ত দিনান্তর।
এত কোলাহল! তবু, শ্মশানের শুনশান নিস্তব্দতা যেন চিরসঙ্গী হয়ে থাকে এখানে -
এ কেমন এক নীরবতা, বলতো?
এত স্পর্শ, তবু অস্পৃশ্য,
এত ঘ্রান, তবু ম্রিয়মাণ,
এত স্বাদ, তবু বিষাদময় বিস্বাদ!
এ কেমন এক শূন্যতা, বলতো?