এক হাতে ভাঙা কম্পাস, অন্য হাতে নোনা জল;
উপরে প্রখর অগ্নিশিখা, গভীরে উন্মত্ত সায়র অতল।
ভেতরে সব পুড়ে ছাই, বাইরে উত্তাল ফুঁসে ওঠা ঝড়;
তরঙ্গিত ঢেউ আছড়ে পড়ে, ভেঙে চুরমার চরাচর।
কাঠের হাল ঘোরে দিগ্বিদিক, ব্রাত্য নাবিক দ্বিধান্বিত;
মাস্তুল কেঁপে ওঠে থরথর, গলুই ছোটে ত্বরান্বিত।
নোঙ্গর কোথায় ভিড়বে আজ, বেসামাল সব এলোমেলো;
উন্মত্ত ঘূর্ণি আকাশ ছোঁয়, আধাঁর নামে নিকষ কালো।
বৈরী বাতাসে প্রমত্ত তান্ডব, নারকীয় প্রকৃতি প্রকম্পিত;
জীবন না কি অভিসম্পাত? - ভেবে নাবিক শঙ্কিত!
ছুটে চলুক ভাঙা তরী, অজানার দিকে ধাবমান;
পাবে হয়তো তীরের সন্ধান, নয়তো বা হবে তিরোধান।