অটিস্টিক শিশু আমি এক, তোমরা শুনবে আমার গল্প?
কারো চোখের দিকে তাকাতে পারি না, ধৈর্য্য আমার স্বল্প।
আমি ঘুরতেই থাকি, কাঁপতেই থাকি, ঝাঁকাই আমার মাথা,
তোমাদের আমি বুঝি না, তোমরা বোঝ কি আমার কথা?

বন্ধু আমার নেইকো কোনো, আমি নিজের মতোই থাকি,
সবাই শুধু যায় এগিয়ে, আমিই শুধু বাকি!
পুনরাবৃত্তির বৃত্তে আবদ্ধ, বিষাদে জীবন গাঁথা,
বলবার আছে অনেক কিছু, জড়িয়ে যায় কথা।  

তোমাদের কল্পনা যেথায় শেষ, আমার শুরু সেথায়,
সামাজিকতার ভাব বুঝি না, মনের গহীন ব্যথায়।
হৃদয় আমার আকাশ সমান, আমি কল্পনায় অবগাহি,
মনের তুলিতে জলরং দিয়ে কতই না ছবি আঁকি।

আমি একটু অন্যরকম, কোথাও আমার নেইকো ঠাঁই,
একটাই শুধু মিনতি আমার, একটু ভালোবাসা দিও ভাই।


(অটিস্টিক শিশুদের উদ্দেশ্যে নিবেদিত)

# সহমর্মিতার সংবেদন