মেঘের আড়ালে লুকিয়ে আছে পূর্ণিমার চাঁদ,
আঁধার সরিয়ে মেঘের বুক চিরে
মাঝে মাঝে আলো ছড়ায় প্রশান্ত স্নীগ্ধতা।
তোমার আলোয় আলোকিত হোক এই সাঁঝ,
যখন রিমঝিম বৃষ্টি জাগায় মুগ্ধতা।

বৃষ্টিভেজা রাজপথে উদাসীন যাযাবর,
তাকিয়ে দেখি আকাশে ঝিলমিল শুভ্র বাতিঘর।
ধীরে হারিয়ে যায় পাখিদের কোলাহল,
তরুলতার হরিতে ছড়াছড়ি রুপালি আলোড়ন;
নির্লিপ্ত মায়াবী চাঁদসায়ং, তৃষিত নয়ন।

ঝিরি জলধারায় সিক্ত সন্ধ্যায়
আজ কেটে যাক সব অন্ধকার যা আছে নিভৃত হৃদয়নীড়ে।
তোমার আলো এসে ঠিকরে পড়ুক অন্তর-ত্রিলয়মন্দিরে;
যেখানে ভালোবাসা, শূন্যতা আর আমি হবো তুমিময়।
তোমার কিরণে আন্দোলিত সাঁঝ, অন্তহীন সময়।