আর কত হরতাল, আর কত অবরোধ?
আর কত নৃস্রংশতা, অস্থিরতা আর অন্ধ ক্রোধ!
যানবাহন পুড়িয়ে, সাধারণের অধিকার হরিলে কি লাভ?
নিভৃতে কাঁদে মানবতা, কোথায় রয় বিবেকবোধ?
ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি, জনমনে আতঙ্ক, আর শ্রমজীবীর কষ্ট,
প্রান্তিক জনের দিনানিপাত হয় আরো দুর্বিষহ,
অবরোধ দিয়ে জনগণকে অবরুদ্ধ করে কি লাভ?
হরতালে হয় কি সাধারণ জনতার সাথে ভাব?
যে দেশমাতৃকা অগ্রগামী হয়েছে বৈশ্বিক পথ ধরে
সে দেশকে কেন পিছিয়ে দেবে অন্ধ আক্রোশে?
হরতাল-অবরোধ নিপাত যাক, হোক জনমানুষের মুক্তি
সবার উপরে স্থান হোক স্বাধীনতার লাল সূর্যের দীপ্তি।