চোখ বুজলে অন্ধকার
আঁখি খুললে আতঙ্ক,
নেই কোনো আর্তনাদ
নিঃশব্দে কাটছে রাত,
মগজ আমায় দিচ্ছে বার্তা
দেয়ালেরও কান আছে কর্তা ।

তাদের সত্য কথায়
মিথ্যা ও লজ্জা পায়
শয়তান পালায় দেশ
বাতাসে উড়ছে দেখ
সন্ন্যাসীদের কেশ।

সকাল সকাল ঘুমোতে গেল
দেশের সকল গণ্যমান্য
ভোর হলেই দেখতে যাবে
দেশপ্রেমিক আর তার রাজহংস ।

তারা আজ খুব বেশি ক্লান্ত
দেশ প্রেমিকের নেই কোন অন্ত !
যাদের বিচরণে দেশটা আজো জীবন্ত
তাদের না হটিয়ে সন্ন্যাসীরা কীভাবে হবে ক্ষান্ত!