ক্রমশ আমি দূরে সরে যাই
স্বপ্ন দেখা ভোর হতে
হাসিমাখা বিকেল থেকে,
ফুলের সুবাস হতে
প্রজাপতি উড়া দুপুর থেকে।
ক্রমশ আমি দূরে সরে যাই
এ শহরের কোলাহল থেকে
বন্ধুদের আড্ডা ছেড়ে
ভালবাসার দৃষ্টি হতে,
মায়া'র বাঁধন ছিঁড়ে
অশ্রু ভেজা কাজল থেকে।
আর এভাবেই আমি হয়ে উঠি
অচেনা এক আগন্তুক এ।