কেন এত শূন্যতা?
শত ভীরে-র মাঝে আমি একা।
খুঁজে ফিরি নিজেকে
শহর বন্দরে অলিতে গলিতে ।
ভয়ে থাকি, নিয়ে প্রাণ-পাখি
এই বুঝি দিল ফাঁকি ।
খুঁজে ফিরে প্রাণ
আয়নায় ভাসা ঐ প্রতিবিম্ব-খান।
ভুল গুলো ঠেলে, খুঁজে নিবে কি
অন্দরের ঐ ছেলে-মানুষটাকে!
পাবে কি ঠাঁই
তোমার মনের ছোট্ট কোঠায়!
দিবে কি একটু আশার বাণী
"পারবে তুমিও আমি জানি"।