ক্ষুধার জ্বালা
গরীব দুঃখীর পাশে আছি
বলি সবাই মুখে,
অনাহারী পায়না খাবার
মরছে ধুঁকে ধুঁকে।
অসহায়দের নিয়ে তারা
করছে সদায় পুঁজি,
ক্ষুধার জ্বালা কেমন যে হয়
আমরা কজন বুঝি।
মানব সেবা করেন যারা
সমাজ সেবক সাজে,
লোক দেখানো করলে সেবা
আসে না তা কাজে।
দুএক কেজি চাউল দিয়ে
ছবি তোলে ডজন,
সত্যিকারের দান দক্ষিণা
করে এখন কজন।
ক্ষুধার জ্বালায় ঘুরে তারা
অন্ন নাহি জোটে,
দু'বেলা যে অন্ন পেলে
হাসি থাকে ঠোঁটে।