এখনো পথের কাটা সরেনি,
কষ্টের পথ হাটা।
কারণ ওদের শেষ হয়নি,
চাটুদের পা চাটা।
এখনো বলতে সৃজন হয়নি,
না বলা পাওয়ার কথা।
নিলজ্জের বনিতা বেড়েছে,
আজকাল যথাতথা।
যে খেয়েছে সে চায় আরও খুব,
দুহাতে ভরেছে কত।
তৃষ্ণার্থ জল চায় সে যে,
পরে আছে নিজ মত।
ছলনার দুখে ছলনার সুখ,
ছলনা দিয়েই লুটে।
অবিরাম সে ভণ্ডামি গুলো,
রাতের আধারে টুটে।