ঘর যদি হয় পর মেয়েদের,
দুঃখ বলবে কারে।
যে ঘর আপন ছিলো যে তার,
সে এসেছে ছেড়ে।
দিন শেষে যার ঘরের খবর,
রাখলো হৃদয় দিয়ে।
সে মানুষটি আর কেউ না,
যার সাথে হয় বিয়ে।
তারই কথা বলছি শোন,
তারই ঘরের কথা।
ঘরের খুটা দিলেই যে পাই,
মনে অনেক ব্যাথা।